শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ০৫:১৭:৫৪

‘এদের দেখাদেখি সামনে বাংলাদেশে আরও ফাস্ট বোলার তৈরি হবে’

‘এদের দেখাদেখি সামনে বাংলাদেশে আরও ফাস্ট বোলার তৈরি হবে’

স্পোর্টস ডেস্ক: টাইগার দলের পেসারদের নিয়ে কাজ করতে সাতদিনের জন্য ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক গতিশীল বোলার আকিব জাভেদ। প্রথম দিনের কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ-আলোচনা করেন লাহোর ক্যালেন্ডার্সের এই টিম ডিরেক্টর।

সাতদিনের এই সফরে টাইগার বোলারদের কতটা শেখানো সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছয়দিন খুব কম সময় না। আর আমাকে একবারে প্রথম থেকে শুরু করতে হবে না।

বোলিংয়ে ভালো করার নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে। আমি এই সময়ে বোলারদের এই সব প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেব, যাতে তারা তাদের বোলিংয়ে গতি বাড়াতে পারে।

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে পেস বোলার কম কেন এমন প্রশ্নের জবাবে পাকিস্তানি এই তারকা মুল কারণ বিষয়ে উল্লেখ্য করে বলেন, আগে বাংলাদেশে আদর্শ কোন ফাস্ট বোলার ছিল না। এখন মাশরাফি, তাসকিন, রুবেল, মুস্তাফিজরা ভালো করছে। এদের দেখাদেখি সামনে বাংলাদেশে আরও ফাস্ট বোলার তৈরি হবে।
৩০ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে