স্পোর্টস ডেস্ক : মেসি-নেইমার-সুয়ারেজরা থাকা সত্ত্বেও আরো স্ট্রাইকার প্রয়োজন বার্সেলোনার। সেই লক্ষ্যে দল বদলের বাজারে কাতালানদের চোখ এবার ব্রাজিলের দিকে। এবার তারা ছুটছে তিন ব্রাজিলিয়ান তারকার পেছনে।
ব্রাজিলের উঠতি এই তিন স্ট্রাইকার হলেন পালমিরার গ্যাব্রিয়েল জেসাসা ও স্যান্টোসের দুই ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা এবং লুকাস লিমা।
বার্সার হয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে খেলোয়াড় খোঁজার দায়িত্ব পেয়েছেন ক্লাবের টেকনিক্যাল সেক্রেটারি রবার্তো ফার্নান্দেজ। তিনজনের ব্যাপারে তিনিই জোর যোগযোগ করছেন বলে খবর মিডিয়ার। মেসি-নেইমারদের ব্যাকআপ হিসেবেই তাদেরকে দলে নিতে চায় ক্লাবটি। তিন দক্ষিণ আমেরিকান স্ট্রাইকারের ব্যাকআপ হিসেবে তিনজন না হলেও অন্তত একজন দক্ষিণ আমেরিকানকে তারা দলে নিতে মরিয়া।
তিনজনের মধ্যে বারবোসা ও লিমাকে আবার বেশি পছন্দ বার্সেলোনা কর্মকর্তাদের। তাই এ দুজনের একজনকেই বেছে নিতে পারে কাতালান ক্লাবটি। নেইমারের সঙ্গে ব্রাজিলের অলিম্পিক দলে আছেন জেসাস। তার দিকে বার্সা ছাড়াও নজর রাখছে ম্যানচেস্টার সিটি। কেউ কেউ বলছেন, ম্যানসিটি এরই মধ্যে জেসাসের সাথে চুক্তি করে থাকতে পারে। আরব ধনকুবেরের মালিকানাধীন দলে ভেড়াতে পারে বাকি দুজনকেও।
৩০ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ