মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ০৫:০৯:০০

‘নেইমারের কারণেই অলিম্পিক জিতবে ব্রাজিল’

‘নেইমারের কারণেই অলিম্পিক জিতবে ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক : নেইমারের অবশ্যই অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। কারণ সে জানে যে সেলেকাওদের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। দলের ভিন্ন রকম অনুভূতি আছে এবং জানে নেইমারের গুরুত্ব বোঝে। কেউ বিশ্বাস না করুক, আমি বিশ্বাস করি তার সহায়তায় এবারের অলিম্পিক জিতবে  ব্রাজিল।

১৯৯৬ অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ী ব্রাজিলের সাবেক তারকা মিডফিল্ডার জুনিনহো এসব কথা বলেছেন।

জুনিনহো আরও বলেন, নেইমার ব্যতিক্রমী খেলোয়াড়। আমি মনে করি সে অদ্বিতীয়। যখন তার পায়ে বল যায়, তখন সবাই গোল প্রত্যাশা করে।

অলিম্পিকে ফুটবলে এখনও সোনো জিততে পারে নি ব্রাজিল। এবার অলিম্পিকের এবারের আসরটি অনুষ্ঠিত হবে ব্রাজিল। তাই নিজেদের দেশেই অলিম্পিকের সোনা জয়ের জন্য নেইমারের দিকে তাকিয়ে আছে পুরো ব্রাজিল।

অলিম্পিকে খেলানোর জন্য শতবর্ষী কোপা আমেরিকার খেলায় দলের বাইরে রাখা হয়েছিল নেইমারকে। আগামী ৫ আগস্ট রিও ডি জেনিরোতে অলিম্পিকের পদক জয়ের লড়াই শুরু হবে। তবে ৪ আগস্ট থেকেই ফুটবলের লড়াই শুরু হয়ে যাবে।

নেইমার সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন ২০১৫ সালের কোপা আমেরিকায়। কিন্তু কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে লাল কার্ড দেখেছিলেন সাবেক সান্তোস তারকা। সেই সঙ্গে তাকে চার ম্যাচে নিষিদ্ধ করা হয়। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচটিতে খেলতে পারেন নি।
২ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে