মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ০৫:২৭:২১

এবার ল্যাংক্যাশায়ারের উইগ্যানে যাচ্ছেন মুস্তাফিজ

এবার ল্যাংক্যাশায়ারের উইগ্যানে যাচ্ছেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: টাইগার দলের কাটার মাস্টার খ্যাত বোলার মুস্তাফিজের চিকিৎসার ব্যাপারে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবি।

তাই তার কাঁধের অস্ত্রোপচারের জন্য টনি কোচারের পর এবার আরেকজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিতে যুক্তরাজ্যের ল্যাংক্যাশায়ারের উইগ্যানে পাঠানো হয়েছে বাংলাদেশি এই বোলারকে।

আজ মঙ্গলবার লন্ডন থেকে ট্রেনে উইগ্যানের উদ্দেশ্যে রওনা দেন মুস্তাফিজ। জানা গেছে, উইগ্যান অ্যান্ড লি এনএইচএস ফাউন্ডেশনের রাইটিংটন হাসপাতালের সার্জন অধ্যাপক লেনার্ড ফাংকের কাছ থেকে মতামত নেয়ার জন্যই মুস্তাফিজকে সেখানে পাঠানো হচ্ছে।

হোস্ট সেন্ট পিটার্স কলেজ অব লন্ডনের অধ্যক্ষ এজিএম সাব্বির তাকে উইগ্যান নিয়ে যাচ্ছেন। এই বিষয়ে সাব্বির জানিয়েছেন, অর্থোপেডিক সার্জারির জন্য বিশেষায়িত এই হাসপাতালে যাওয়ার জন্য সকালে মুস্তাফিজকে নিয়ে রওনা দিয়েছেন।

এদিকে, বিসিবির পরিচালক মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছিলেন, মুস্তাফিজের বয়স যদি ২৭/২৮ হতো তাহলে তার কনজারভেটিভ ট্রিটমেন্টের কথাই ভাবতেন তারা। ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে খেলতে গিয়ে কাঁধে চোট পান বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।  
২ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে