স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে যুবসমাজকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত ওই যুব সমাবেশে বাংলাদেশ জাতীয় দলের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান সম্পর্কে অন্যরকম কথা বলেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
যুব ও ক্রীড়া উপমন্ত্রী মুস্তাফিজুর রহমানকে বিশ্বের বিরল প্রতিভা বলে মন্তব্য করেছেন। এ ছাড়াও ওই যুব সমাবেশে আরিফ খান আরও বলেন, মুস্তাফিজের জম্ম সাতক্ষীরা জেলায়। যেটা আবার জামায়াত অধ্যুষিত। তারপরও জঙ্গিবাদ এবং সন্ত্রাসের সঙ্গে জড়িত না হয়ে বিশ্বের শ্রেষ্ঠ বোলার হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে সে। যে কি না আইপিএলে হায়দারাবাদের হয়ে একাই লড়াই করেছে।
জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িয়ে গেছেন, তারা আলোর পথে ফিরে আসবেন বলে আশা করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী বলেন, সবার নিজের জীবনের ইতিহাস নিজেকেই তৈরি করতে হবে। কারণ নিজেকে চিনতে পারলে তা কখনোই কাউকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত করবে না।
২ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস