মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ০৭:৪৭:৫৩

কাটার মুস্তাফিজের ‘অভাব’ মেটাবেন আল আমিন

কাটার মুস্তাফিজের ‘অভাব’ মেটাবেন আল আমিন

স্পোর্টস ডেস্ক: ‘মুস্তাফিজ আমাদের বড় সম্পদ। প্রতিপক্ষরা তাকে আটকাতে নানা পরিকল্পনা করে কিন্তু তাতে কোনো কাজ হয়না।সামনে ইংল্যান্ড সিরিজ। তখন মুস্তাফিজকে মিস করবো। কিন্তু তার অভাব বুঝতে দেবো না।’

ফিটনেস অনুশীলন শেষে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোস্তাফিজকে নিয়ে এসব কথা বলেছেন সতীর্থ পেসার আল-আমিন হোসেন।

মোস্তাফিজের ইনজুরি নিয়ে আল আমিন বলেন, ‘মোস্তাফিজকে অতিরিক্ত খেলানো হয়েছে। তাকে বেশি ম্যাচ খেলানোর কারণেই ঘন ঘন ইনজুরিতে পড়ছে। এ ছাড়া দুর্বলতা থেকেও ইনজুরি হতে পারে।’

এদিকে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে গত ২০ জুলাই থেকে শুরু হয় বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। মিরপুরের হোম অফ ক্রিকেটে স্থানীয় ট্রেনার ইফতেখারুল ইসলামের অধীনেই অনুশীলন করছেন মাশরাফিরা। তাঁর সহকারী হিসেবে কাজ করছেন আরেক ট্রেনার তুষার কান্তি হালদার।

তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেন নি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান রয়েছেন ইংল্যান্ডে।

এদিকে আগস্টের শুরুতেই ঢাকা আসছেন হাথুরুসিংহেরা। গতকাল এমনটি জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন ‘এ মাসের প্রথম সপ্তাহেই ঢাকায় আসবেন বিদেশী কোচরা। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

তবে কত তারিখে আসবেন এমন প্রশ্নের জবাবে বিসিবির নির্বাহী বলেন, ‘আমাদের সঙ্গে কথা হয়েছে। ঢাকা আসা নিয়ে তাদের কোনো দ্বিমত নেই। আশা করছি, ৭ আগস্টেও মধ্যে সব বিদেশি স্টাফই ঢাকায় চলে আসবেন।’

গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলার পর থেকেই বিদেশি স্টাফদের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। যার ফলে পারিবারিক কারণ দেখিয়ে চাকরিও ছেড়েছেন বিসিবির ক্রিকেট ডেভেলপম্যান্টের ফিজিওথেরাপিস্ট ব্রেট হ্যারপ।

প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে ঢাকায় আসার কথা ইংল্যান্ডের। এরপর ডিসেম্বরে একটি পুর্নাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ।-ঢাকা টাইমস
২ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে