স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পেয়েই প্রথম লক্ষ্য ঠিক করে ফেলেছেন এদগার্দো বাউসা। বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে বুঝিয়ে-শুনিয়ে ফিরিয়ে আনার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।
আর্জেন্টিনার একটি দৈনিক পত্রিকাকে এদগার্দো বাউসা বলেন, আশা করি, তার (মেসি) সঙ্গে আলাপ করলে তা তার জাতীয় দলে খেলা চালিয়ে যেতে সাহায্য করবে। মেসির কাছে আমি আমার পরিকল্পনা ব্যাখ্যা করতে চাই। মাঠে তার পজিশন নিয়ে আমার তেমন চিন্তা নেই। মেসিকে কোনা কিছু নিয়ে বোঝানোর দরকার নেই, পরিকল্পনা হলো ফুটবল নিয়ে (তার সঙ্গে) কথা বলা।
তিনি আরও বলেন, খুব বেশি সময় নেই। আমার প্রথম দলে খুব একটা পরিবর্তন থাকবে না। তবে আমি ৫-৬ জন শীর্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে চাই। আমি অন্য খেলোয়াড়দের মতোই তেভেজকে নিয়ে ভাবছি ... জাতীয় দলের জন্য তেভেজ যথেষ্ট ভালো খেলোয়াড়।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০১৪ বিশ্বকাপসহ টানা তিন বছরে তিনটি ফাইনাল এবং সব মিলিয়ে দেশকে মোট চারটি প্রতিযোগিতার ফাইনালে তুলেও কোনো শিরোপা জিততে ব্যর্থ হন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
গত আট মাস ক্লাব সাও পাওলোর দায়িত্বে থাকা বাউসা আগামী শুক্রবার এএফএর সঙ্গে চুক্তি সই করবেন। আগামী মাসের প্রথম সপ্তাহে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের দল ঘোষণার জন্য খুব বেশি সময় পাচ্ছেন না তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের ১০ দলের মধ্যে বর্তমানে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা; এ পর্যন্ত ছয় ম্যাচে খেলে তাদের পয়েন্ট ১১। এই অঞ্চল থেকে বাছাইপর্বের প্রথম চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর পঞ্চম দলটি খেলবে প্লে-অফ।
২ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ