বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১০:৫৬

মাশরাফি শুনালেন তার ফিরে আসার গল্প

মাশরাফি শুনালেন তার ফিরে আসার গল্প

স্পোর্টস ডেস্ক: দেশের টানে, দেশকে ভালোবেসে একজন মানুষ যে কত বড় ঝুঁকি নিতে পারে তা ভেসে উঠবে মাশরাফি নামক আয়নার দিকে তাকালে। বাংলাদেশ ওয়ানডে দলের এ দলনেতা র্দীঘ এ যুগেরও বেশি জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন অত্যান্ত সুনাম ও গর্বের সাথে।


তার এ খেলুড়ে জীবনে অসংখ্য বার দল থেকে ছিটকে পড়েছেন ইনজুরির কারণে। হাঁটুতে একের পর এক ইনজুরি নিয়েও দলকে সেবা দিয়ে যাচ্ছেন নিজের মত করে। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই বললেন তার ইনজুরি কাটিয়ে ফিরে আসার গল্প।

বিশ্বের অনেক খেলোয়াড়ের ক্ষেত্রে দেখা যায় তারা পায়ের গোড়ালিতে এক বার ইনজুরির শিকার হলে সম্পূর্নভাবে খেলা ছেড়ে দেন । অথচ তাদের থেকে ভিন্ন দেশপ্রেমি মাশরাফি। বারবার ইনজুরিতে পড়েও দেশের কথা বিবেচনা করে ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন দিনের পর দিন। আসলে কিভাবে তা পারেন মাশরাফি? এমন প্রশ্নের জবাবে বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘হ্যাঁ আমি আসলে নিজেকে ফিট রাখার চেষ্টা করি। হার্ড ওয়ার্ক করাটা খুব জরুরী। দলের সবাই হার্ড ওয়ার্ক করছে। আর আমি বিশেষ করে খেলাটাকে খুব উপভোগ করি। আপনার কাছে সবচেয়ে কি বেশি জরুরি? আমার কাছে খেলাটা বেশি জরুরি তাই খেলছি।’

বার বার ইনজুরি কাটিয়ে ফিরে আসার পেছনে কি আলাদা কোন জেদ কাজ করেছিলো? এমন প্রশ্নের জবাবে একটু যেন চিন্তা করেই উত্তর দেন। বলেন, ‘আমি ঠিক জানিনা আসল ব্যাপারটি কি, তবে আমি আসলে জেদ করা পছন্দ করিনা। কিন্তু মানুষতো, তাই হয়তো মাঝে মাঝে হয়ে যায়। তবে আমি সব সময় নিজেকে নিয়ন্ত্রন করার চেষ্টা করি। কিন্তু এটাও বিশ্বাস করি ভালো কিছুর জন্য জেদ করা হলে তা ঠিক আছে। সূত্রঃ বিবিসি বাংলা
৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে