বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ১০:১১:৫৮

অলিম্পিকে ভাষণ দিলেন ড. ইউনূস

অলিম্পিকে ভাষণ দিলেন ড. ইউনূস

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৯তম সেশনে ভাষণ দিলেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী বাংলাদেশের প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের সঞ্চালনায় পরিচালিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রিন্সেস অ্যান, মোনাকোর প্রিন্স অ্যালবার্ট এবং ডেনমার্কের ক্রাউন প্রিন্স লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক।

প্রফেসর ইউনূস অনুষ্ঠানে ৪৫ মিনিট ভাষণ দেন। এরপর ছিল প্রশ্নোত্তর সেশন। কমিটির ১৫ জন সদস্য বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েব সাইটে সেশনটি সরাসরি সম্প্রচার করা হয়।

৩ আগস্ট রিও ডি জেনিরোর ওশেনিকো কনভেনশন সেন্টারে দেওয়া ভাষণে প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং পৃথিবীর বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে অলিম্পিক ও খেলাধুলার একসঙ্গে কাজ করার জন্য অলিম্পিক কমিটির প্রতি আহবান জানান। এ সময় পৃথিবীর বিভিন্ন দেশের অলিম্পিক কমিটিগুলোর দুই শতাধিক প্রেসিডেন্ট ও তাদের অতিথিরা যোগদান করেন।
৪ আগস্ট/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে