শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ১০:১১:০৫

ভারতীয় মিডিয়ার কাছেও গর্ব সাকিব আল হাসান

ভারতীয় মিডিয়ার কাছেও গর্ব সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নয় এটি একটি ভারতীয় মিডিয়ার শিরোনাম ‘প্লে অফেও পরাজিত সাকিবের জ্যামাইকা’। ভারতীয় মিডিয়ার কাছেও গর্ব বাংলাদেশের সাকিব আল হাসান, লেখা হলো অনন্য কাব্য।

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব আল হাসান। জ্যামাইকার অন্যতম সেরা খেলোয়াড় সাকিব। দিব্যি খেলে যাচ্ছেন প্রতিটি ম্যাচে। জ্যামাইকা সাকিবের দল বলে উল্লেখ করেছে ভারতের মিডিয়াও।

সাকিব দলের একজন খেলোযাড় বটে। তাদের কাছে সাকিব আল হাসান গর্ব বলেই এমন শিরোনাম ভারতের একটি শীর্ষ মিডিয়ার। গায়ানার বিপক্ষে সাকিবদের হার নিয়ে ভারতের সংবাদ প্রতিদিন যে নিউজ করেছে তা নিচে তুলে ধরা হলো-  

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম প্লে অফে গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সের বিপক্ষে পরাজিত হয়েছে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াশ। ম্যাচটিতে গায়ানা ৪ উইকেটে জয় পেয়েছে। এ ম্যাচে হারের ফলে ফাইনালের টিকিট পেতে অপেক্ষা বাড়ল সাকিবদের।

প্লে অফেও পরাজিত সাকিবের জ্যামাইকা

সিপিএলে গত কয়েকটি ম্যাচেই তেমন কোনো সাফল্যের দেখা পাননি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। এ ম্যাচেও তিনি ছিলেন অনুজ্জ্বল। ব্যাট হাতে করেছেন মাত্র ২ রান এবং বল হাতে ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

সিপিএলের প্রথম প্লে অফে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গায়ানা। টসে হেরে ব্যাট করতে নেমে জ্যামাইকার কোনো ব্যাটসম্যানই তেমন একটা বড় স্কোর করতে পারেননি। ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন ক্রিস গেইল। এ ছাড়া রোভম্যান পাওয়েল ২৩, ম্যাথুরিন ২১ ও সাঙ্গাকারা ২০ রান করেন। সাকিব এ ম্যাচেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থতারই পরিচয় দিয়েছেন। তিনি ৪ বলে ২ রান করেই ফিরে গিয়েছেন সাজঘরে।

গায়ানার হয়ে রায়াদ এমরিত ৩টি উইকেট নিয়েছেন। এ ছাড়া সোহেল তানভির ২টি এবং ১টি করে উইকেট নিয়েছেন ক্রিস বার্নওয়েল, অ্যাডাম জাম্পা এবং ভিরাস্বামী।

১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই ৬ উইকেটে স্কোরবোর্ডে ১৫০ রান জমা করে গায়ানা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ক্রিস লিন। তানভির ২১ ও এমরিত ১১ রানে অপরাজিত থাকেন।

জ্যামাইকার হয়ে কক উইলিয়ামস একাই নিয়েছেন ৪টি উইকেট। আর ১টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও গেরে ম্যাথুরিন।

এ ম্যাচটিতে জিততে পারলেই সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ ছিল জ্যামাইকার। তবে এখনো তাদের হাতে ফাইনালে যাওয়ার আরও একটি সুযোগ রয়েছে। তা হল দ্বিতীয় প্লে অফের বিজয়ী দলের বিপক্ষে তৃতীয় প্লে অফে অবশ্যই জিততে হবে সাকিব-গেইলদের।
৫ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে