সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:২০:৩৮

শোলাকিয়ায় এবার তিন স্তরের নিরাপত্তা

শোলাকিয়ায় এবার তিন স্তরের নিরাপত্তা

কিশোরগঞ্জ থেকে : গত ঈদুল ফিতরের জামাতের আগে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলার পর এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
 
দেশের এ সর্ববৃহৎ ঈদগাহ ময়দান ঘিরে র‌্যাব-পুলিশের পাশাপাশি এবার বিজিবি মোতায়েনের মাধ্যমে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
 
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস এবং পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
ঈদুল আজহার জামাতের দিন শোলাকিয়া মাঠ ও আশপাশ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের তিন প্লাটুন সদস্য মোতায়েন থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
 
প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের ঈদের জামাতের মাঠ ও মাঠের আশপাশে তিন স্তরের নিরাপত্তা বলয়ে থাকবে বিপুল পরিমাণ র্যাব-পুলিশ, এপিবিএন, আনসার সদস্য এবং বিজিবি সদস্যরা। এছাড়া মাঠের ভেতরে ও বাইরে থাকছে গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তাবাহিনীর সাদা পোশাকের সদস্যরা।
 
ইতিমধ্যে আইনশৃংখলা বাহিনী মাঠের নিয়ন্ত্রণ নিয়ে কাজ শুরু করেছে। ঈদের দিন মাঠের তিন দিকের সকল প্রবেশ পথ বন্ধ করে দেয়া হবে।
 
আর্চওয়ের মধ্যদিয়ে সামনের দুটি গেটে মেটাল ডিটেক্টরে দেহ তল্লাশির পর মুসল্লিদের মাঠে প্রবেশ করতে দেয়া হবে। এছাড়াও থাকছে অসংখ্য সিসি ক্যামেরার পর্যবেক্ষণ ব্যবস্থা।
 
উল্লেখ্য, গত ৭ জুলাই ঈদুল ফিতরের জামাতের আগে শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঢোকার পথে আজিম উদ্দিন হাইস্কুল-সবুজবাগ সংযোগ সড়কে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ হামলায় দুই পুলিশ সদস্য, এলাকার এক গৃহবধূ ও এক জঙ্গিসহ চারজন নিহত এবং ১০ পুলিশ সদস্য ও চার মুসল্লি আহত হন।

১২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে