শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ০৮:০৪:২৮

দুই দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

 দুই দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন  রাষ্ট্রপতি

উবায়েদ রনি, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এ্যাড. আবদুল হামিদ দুই দিনের সফরে আগামী সোমবার ১২ অক্টোবর কিশোরগঞ্জের অষ্টগ্রামে যাচ্ছেন। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতি যাতায়াত করবেন এমন সম্ভাব্য রাস্তাগুলোতে চলছে ব্যাপক মেরামতের কাজ। তৈরি করা হচ্ছে এ যাবত কালের বৃহৎ মঞ্চ ও মনোরম প্যান্ডেল।

এদিকে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের অষ্টগ্রাম আগমন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে  ঢেকে ফেলা হয়েছে পুরো অষ্টগ্রাম উপজেলাকে। এস.এস.এফ, ডুবুরি দল, আর্মি, পুলিশ, র‌্যাব, সাদা পোশাকধারী গোয়েন্দা বিভাগের কয়েক হাজার আইন শৃংখরা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

জেলা প্রশাসক জি এস এম জাফরুল্লাহ জানান, মহামান্য রাষ্ট্রপতি এ্যাড. আবদুল হামিদ মহোদয় ১২ ও ১৩ অক্টোবর সোমবার ও মঙ্গলবার অষ্টগ্রাম উপজেলায় অবস্থান করবেন। ১২ তারিখ অষ্টগ্রাম উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতু উদ্বোধন করবেন এবং বিকেলে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নাগরিক সমাবেশে যোগদান করার কথা রয়েছে। নাগরিক সমাবেশ শেষে অষ্টগ্রাম ডাক বাংলোতে রাত্রিযাপন ও ১৩ অক্টোবর দুপুরে ঢাকার উদ্দেশ্যে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের অষ্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।
১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে