কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ঘোষপাড়া এলাকায় মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। তারা ঘোষপাড়া এলাকার রনজিৎ সেনের ছেলে রাজন সেন (৩০) ও সুজন সেন (২০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রনজিৎ সেনের স্ত্রী চিনু সেন সকালে রোদে ভেজা কাপড় শুকানোর জন্য তারের মধ্যে সেটি ঝুলিয়ে দিয়ে আসতে যান। একটি ওয়ার্কশপের বিদ্যুতের তার ছিদ্র হয়ে বাড়ির পেছনে কাপড় নাড়ার জিয়াই তারের সঙ্গে লেগে সেটিও বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় তিনি তারে জড়িয়ে পড়েন। চিনু সেনের চিৎকার শুনে তার ছেলে সুজন ঘর থেকে দা নিয়ে দৌড়ে বের হয়ে তার কাটতে যান এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সুজনের চিৎকার শুনে রাজন তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিনু সেন গুরুতর আহত হয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহত দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
০৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস