নিউজ ডেস্ক: চার দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ১২ মার্চ রোববার দুপুর ১২টায় তিনি কিশোরগঞ্জ যাবেন বলে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর পাঠানো এক বার্তায় নিশ্চিত করেছে রাষ্ট্রপতির কার্যালয়। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত ওই বার্তায় জানানো হয়েছে, সফরকালে রাষ্ট্রপতি হাওরাঞ্চল মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামে যাবেন। এবার অন্তত ৩০ জন সফরসঙ্গী থাকবেন বলে জানানো হয়েছে।
রাষ্ট্রপতির সফরসূচি হিসেবে জানানো হয়েছে, রোববার দুপুর ১২টায় হেলিকপ্টারে করে তিনি মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে মিঠামইনে নিজ বাসভবনে রাতযাপন করবেন। পরদিন সোমবার ইটনা উপজেলায় নানা কর্মসূচিতে যোগদান শেষে জেলা পরিষদ ডাকবাংলোয় রাতযাপন করবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার অষ্টগ্রাম উপজেলায় নানা কর্মসূচিতে যোগদান শেষে পরদিন বুধবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
চারদিনের সফরে তিনি বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ছাড়াও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি।
১১ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস