নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের তাড়াইলের এক মাদ্রাসা ছাত্র গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মো.রিয়াদ খান (১০) ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ ব্রাহ্মনকিত্তা এলাকার মাদ্রাসা-ই-মাহফুজুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের দুস্ত মোহম্মদের ছেলে।
রিয়াদেরপরিবার ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, মো. রিয়াদ খান ৬ মার্চ ভোরেকাউকেকিছুনাবলেমাদ্রাসা থেকে বের হয়ে যায়। তার পরিবারের লোকজনআত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি।
এ বিষয়ে তার বাবা দুস্ত মোহম্মদ খান শনিবার কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।এ ঘটনায় তার পরিবার ও আত্মীয়-স্বজন উদ্বেগ ও উৎকন্ঠায় দিনাতিপাত করছেন।
রোববার বিকালে মোবাইলফোনে যোগাযোগ করা হলে মাদ্রাসা-ই-মাহফুজুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক মুফতি হাফেজ আবদুল আউয়াল বলেন, রিয়াদ ৫/৬ বছর ধরে আমার তত্ত্বাবধানে লেখাপড়া করে আসছে।নিখোঁজ হওয়ার দিন সে ফজরের নামাজ পড়তে মাদ্রসার মসজিদে যাওয়ার জন্য ডাকলে অসুস্থ বলে সে রুমেই নামাজ পড়বে বলে জানায়।
নামাজ শেষে ফিরে এসে তাকে আর রুমে পাওয়া যায়নি।
১২ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস