কিশোরগঞ্জ থেকে: কিশোরগঞ্জের হাওরে পৃথক বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার সন্ধ্যার পর জেলার তিনটি হাওর উপজেলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় হাওরে ধান কাটতে গিয়ে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের নতুনহাটি গ্রামের সুরমা খাতুন, তাড়াইলা ধলা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মানিক মিয়া ও অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কারবালাহাটি গ্রামের রিফাত মিয়া।
হাওরের তিন থানার পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সন্ধ্যার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের নতুনহাটি গ্রামের সুরমা খাতুন জমি থেকে বাড়ি আসার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।
এছাড়া ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর হাওরে মানিক মিয়া ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। একই সময় অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কারবালাহাটি গ্রামের রিফাত মিয়া ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস