বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমীর উদ্বোধন
এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ সমগ্র বাংলাদেশ যখন ক্রিকেট নিয়ে একতাবদ্ধ ঠিক এমনি এক সময়ে কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমীর আতœপ্রকাশ। ২২ শে অক্টোবর বিকেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারী কলেজ মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমীর উদ্বোধন করেন কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমীর পরিচালক রাসেল আহম্মেদ তুহিন। পরবর্তীতে ইটনা, মিটামইন ও অষ্টগ্রামের সাংসদ ইঞ্জিনিয়ার রেজওয়ান আহম্মেদ তৌফিক এসে উপস্থিত হন, অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. জিল্লুর রহমান, পুলিশ সুপার আনোয়ার হেসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, মাহমুদ পারভেজ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি, আশরাফুল ইসলাম।
কিশোরগঞ্জ ক্রিকেট একাডেমীর পরিচালক রাসেল আহম্মেদ তুহিন জানান, পাঁচশত ক্রিকেটার নিয়ে এ একাডেমীর কার্যক্রম শুরু করতে চেয়েছিলাম কিন্তু প্রায় দুইহাজার ক্রিকেটার রেজিষ্ট্রেশন করেছে, এ থেকেই বুঝা যায় ছেলেদের ও অভিবাবকদের কি পরিমান আগ্রহ রয়েছে।
২৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�