নিউজ ডেস্ক: শত বছরের ঐতিহ্য নিয়ে কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবার কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় ঈদ উল ফিতরের জামাত।
সকাল ১০ টায় শুরু হয় বৃহত্তম এই জামাতটি। ঈদের দিন সকালে শোলাকিয়া ঈদগাহ মাঠে জড়ো হন মুসল্লীরা। পরে একসঙ্গে নামাজ আদায় করেন তারা।
শোলাকিয়া মাঠের রেওয়াজ অনুযায়ী, জামাত শুরুর আগে শর্টগানের ৬টি ফাঁকা গুলি ছোড়া হয়। জামাত শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি এবং ১ মিনিট আগে ১টি গুলি ছুড়ে নামাজের জন্য মুসল্লিদের সংকেত দেওয়া হয়।
জনশ্রুতি আছে ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি এক সাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস