কিশোরগঞ্জ থেকে : কিশোরগঞ্জ পৌর মার্কেটে এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে দু'টি ইউনিট এসে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় গুনে একটি মেকানিক্যাল সপসহ ক্ষুদ্র পাঁচটি গার্মেন্টস দোকান ক্ষতিগ্রস্ত হলেও রক্ষা পায় আশপাশের কয়েক শ দোকান। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও ব্যবসায়ী কমিউনিটি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে ঝড়-বৃষ্টির সময় শহরের পৌর মার্কেট এলাকায় বিদ্যুতের ভোল্টেজ আপ-ডাউন করার সময় স্পার্কিং হয়ে মার্কেটের জুনাইদ মেকানিকেল শপ থেকে এ আগুনের সূত্রপাত হয়।
ঝড়ের আগে মালিক দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর এ ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশসহ শত শত লোক এগিয়ে আসায় দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং আশপাশের লাগুয়া কয়েক শ দোকান রক্ষা পায়।
পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির দাবি, এ আগুনে ছয়টি দোকানের অন্ততপক্ষে ১৫ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেনও জানালেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
এমটিনিউজ২৪/এম.জে/ এস