রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৪:১২

কেন্টের নোটসহ সরল বায়োকেমিষ্ট্রি বইয়ের মোড়ক উন্মোচন

কেন্টের নোটসহ সরল বায়োকেমিষ্ট্রি বইয়ের মোড়ক উন্মোচন

এ.এম. উবায়েদ (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটরিয়ামে ডা. সত্যেন্দ্র চন্দ্র সরকারের  লেখা ডা. কেন্টের নোটসহ সরল বায়োকেমিষ্ট্রি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ ০৪ আসনের এম.পি ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মোড়ক উন্মোচন করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ্ব কাজী শাহীন খান, অধ্যাপক প্রানেশ কুমার চেীধুরী ও ডা. শামসুন্নাহার। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্জ্ব আঃ কুদ্দুস  হোমিও প্যাথিক মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম।  

কিশোরগঞ্জ ০৪ আসনের এম.পি ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ বলেন, জিয়াইর রহমানের আমলে  আমার পিতা যখন জেলে ছিলেন তখন তখন অসুস্থ হলে হোমিওপ্যাথিক ডাক্তারগনই ছিল আমাদের একমাত্র ভরসা মরহুম ডা. জে বি রায় ও সত্যেন্দ্র চন্দ্র বিনা পয়সায় আমাদের চিকিৎসা প্রদান করতেন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
২০ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে