কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ৩২৫তম সাহিত্যসভা
উবায়েদ রনি, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কৃতি সন্তান শহীদ খায়রুল জাহান বীর প্রতীক এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও সাহিত্যিক শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৯০ তম জন্মদিন পালিত হয়েছে। এ ঊপলক্ষে ভোরের আলো সাহিত্য আসরের ৩২৫ তম নিয়মতি সাহিত্যসভা শুক্রবার সকালে জেলা শহরের থানা মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। সংস্কুতিকর্মী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য সভায় প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক মো.আবুল বাহার। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদেও সভাপতি ও ভোরের আলো সাহিত্য আসরের সংগঠক মো.রেজাউল হাবীব রেজা। বিশেষ অতিথি ছিলেন বেতার ও টিভি শিল্পী মাসুদুর রহমান আকিল। ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক লেখক ও গবেষক আমিনুল হক সাদীর পরিচালনায় আসরে আলোচনায় অংশ নেন যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজ আহমেদ,ব্যাংক কর্মকর্তা সাহিত্যিক মো.মোতাহার হোসেন, সাংবাদিক শফিক কবীর, মিজানুর রহমান হৃদয়,ফারুকুজ্জামান প্রমুখ। আসরে কিশোরগঞ্জের কৃতি সন্তান শহীদ খায়রুল জাহান বীর প্রতীক এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও সাহিত্যিক শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৯০ তম জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।
২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস