রবিবার, ১৭ মার্চ, ২০১৯, ০৭:৩০:০০

ক্রাইস্টচার্চ হামলা : মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কিশোরগঞ্জের লিপি

ক্রাইস্টচার্চ হামলা : মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কিশোরগঞ্জের লিপি

কিশোরগঞ্জ থেকে : নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার গৃহবধূ সাজেদা আক্তার লিপি একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

লিপি উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চন্ডিপাশা গ্রামের গোলাপ মিয়ার মেয়ে। স্বামীর বাড়ি একই জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের দক্ষিণ অষ্টঘরিয়া গ্রামে। তার স্বামী মাসুদ মিয়া।

মাসুদ কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘরিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। প্রায় দেড় বছর আগে স্বামীর সঙ্গে তিনি নিউজিল্যান্ডে যান। 

লিপির ভাসুর নজরুল ইসলাম জানান, শুক্রবার ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে স্বামী মাসুদের সঙ্গে গাড়িতে করে গিয়েছিলেন লিপি। মসজিদের মহিলাদের কক্ষে লিপিকে রেখে মাসুদ চলে আসার সঙ্গে সঙ্গেই হামলার ঘটনাটি ঘটে। 

এসময় মাসুদ নিরাপদ দূরত্বে থেকে স্ত্রীকে ফোন করলে স্ত্রী বের হয়ে আসার পথেই গুলিবিদ্ধ হন। তার অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান। এই খবর পাওয়ার পর থেকেই তাদের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। উদ্বেগ উৎকণ্ঠায় তাদের সময় কাটছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে