বাজিতপুরে উপজেলা চেয়ারম্যানসহ ৩ জন বহিষ্কৃত
উবায়েদ রনি, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পৌর নির্বাচনের হাওয়া অন্য সকল পৌরসভার চেয়ে যেন একটু বেশিই লেগেছে বাজিতপুরে। পৌরবাসীর সাথে কথা বলে জানা যায়, নির্বাচন এলেই প্রার্থীরা কথার ফুল ঝুরি নিয়ে হাজির হন। এ বছর স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রতীক নিয়ে ইসলামিক আন্দোলনের একজন প্রার্থী, বড় দুই দলের ২ জন মেয়র প্রার্থী হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৩০ জন। বর্তমান মেয়র এহসান কুফিয়া বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে, এহসান কুফিয়ার পিতা বুরহান কুফিয়া বাজিতপুর পৌরসভায় ৪ বার মেয়রের পদ অলংকৃত করেন। অন্যদিকে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শওকত আকবর জগ প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ৪ বারের মেয়র হাজী মিসবাহ উদ্দিনের পুত্র মোঃ শওকত আকবরের।
অন্যদিকে নিকলী-বাজিতপুরের বর্তমান এম.পি আলহাজ্জ্ব মোঃ আফজাল হোসেনের ছোট ভাই যুবলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন আশরাফ নৌকা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মোঃ সেলিম খান দলীয় প্রতীক পাখা মার্কা নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ৯ দিনেরও কম সময় রয়েছে পৌর নির্বাচনের।
বাজিতপুর পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এতে ৫১ জন কাউন্সিলর প্রার্থী ও ১০ জন সংরক্ষিত মহিলা প্রার্থী ভোটারদের বাড়ী বাড়িী গিয়ে ভোট প্রার্থনা করছেন। বাজিতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বলেন, সুষ্ঠভাবে নির্বাচনের জন্য অইনপ্রয়োগকারী সংস্থাকে প্রত্যেক কেন্দ্রে রাখা হবে।
রবিবার রাতে বাজিতপুর আওয়ামী লীগের আহবায়ক ও সংসদ সদস্য আলহাজ্জ্ব মোঃ আফজাল হোসেনের সাথে কথা বলে জানা যায়, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ৩ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন জগ প্রতীক মার্কায় দাড়ানো বিদ্রোহী প্রার্থী মোঃ শওকত আকবর, আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মিসবাহ উদ্দিন অহমেদ, বাজিতপুর উপজেলা পরিষদেও বর্তমান চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম। রোববার রাত সাড়ে আটটার দিকে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামীলীগের যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এদের সকলকেই দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/প্রতিনিধি/এইচএস/কেএস
�