শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৬:১৭:১৭

‘মন্ত্রিত্ব ছাড়ছি না’

 ‘মন্ত্রিত্ব ছাড়ছি না’

মো. উবায়েত রনি, কিশোরগঞ্জ থেকে : আপাতত মন্ত্রিত্ব ছাড়ছি না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।  তিনি বলেছেন, মন্ত্রিত্ব ছাড়ার কোনো সম্ভাবনা নেই।

আজ শনিবার কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কলেজ মিলনায়তনে মাদকবিরোধী প্রচার কার্যক্রমের শেষদিনে যোগ দেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পার্টি এখনো মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়নি।  আগামীকাল রোববার দলের প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হবে।  সেখানেই এসব বিষয়ে আলোচনা হবে।

তিনি বলেন, দলের প্রেসিডিয়াম ও সংসদীয় বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে, আমরা সেটা মেনে নেব।  তবে আপাতত এ ধরনের সিদ্ধান্ত সম্ভাবনা নেই।

মন্ত্রিসভায় থাকার কারণে জাতীয় পার্টির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, আমার মনে হয় এতে আমরা যে সুযোগ-সুবিধা পাচ্ছি, তাতে দলকে সুসংগঠিত করা সম্ভব হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত বিরোধী দল বলতে যদি বুঝায় সংসদে গিয়ে মারামারি করা, সরকারকে গালাগালি করা, লাগাতার সংসদ বর্জন করা, তবে এ ধরনের বিরোধী দল হতে চাই না।  

তিনি বলেন, আমরা চাই সংসদে ভালো পরিবেশ বজায় থাকুক।  সরকার ভালো করলে আমরা সহযোগিতা করব।  আর সরকার যদি জনস্বার্থবিরোধী কাজ করে সে ক্ষেত্রে আপ্রতিবাদ জানাব।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী মাসব্যাপী প্রচারণার শেষদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রাম চন্দ্র রায় ও কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে