কিশোরগঞ্জ : নাকে চিমটি কাটতেই অজ্ঞান হয়ে পড়ে এক তরুণী। এরপর তার কান থেকে দুল খুলে নেয় অজ্ঞান পার্টির এক সদস্য। এভাবেই মানুষের চোখে ধুলো দিয়ে সর্বস্ব খুইয়ে নিচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা।
শনিবার সকালে হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের সামনে অজ্ঞান পার্টির কবলে পড়া নবম শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তার সুমি।
তানজিনার কথা, সকাল সাড়ে ১০টার দিকে স্কুল গেইটের সামনে দাঁড়াতেই বোরখা পরিহিত এক মহিলা আমাকে জিজ্ঞেস করেন, তুমি এ স্কুলের ছাত্রী রুমাকে চিনো? আমি জিজ্ঞেস করলাম রুমা কোন ক্লাসে পড়ে? তিনি বলেন, আমি জানি না।
তার কথা, এমন সময় নেকাব পরিহিত ওই মহিলা আমার নাকে হালকা চিমটি কাটে। এতে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। তখন ওই মহিলা সবার সামনেই আমার কানের দুল খুলে নেয়, যা আমি বুঝতেও পেরেছি। কিন্তু কাউকে ডাক দিতে ও নড়াচড়া করতে পারছিলাম না।
তানজিনার ভাষ্য, প্রায় আধা ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর আমার জ্ঞান ফিরে আসে। এরপর ঘটনাটি আমি আমার স্কুলের প্রধান শিক্ষক ও নিরাপত্তা কর্মীদের জানাই।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. মো. হেলাল উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ক্লোরোফর্ম জাতীয় মেডিসিনের মাধ্যমে এরকম সাময়িক অবচেতন করা যায়।
হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মিজবাহ উদ্দিন হেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৫ বছরে বিদ্যালয়ের সামনে এরকম ঘটনা এটাই প্রথম। ওই মহিলাকে ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম