এমটিনিউজ২৪ ডেস্ক : কিশোরগঞ্জে ফাওয়ার মিলস্ লিমিটেড নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় দিকে জেলা সদরের বত্রিশ এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন ওই মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে।
তিনি আরও বলেন, ফাওয়ার মিলের সঙ্গেই গরুর একটি খামার ছিল, সেখানে প্লাস্টিকের কিছু বস্তা ছিলো। হয়তো প্লাস্টিকের বস্তা থেকেই আগুনটি বড় হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকা।