এমটিনিউজ২৪ ডেস্ক : কিশোরগঞ্জের হাওড়ের একটি মসজিদে দান করা একটি আম উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৬শ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার ইটনার মৃগা ইউনিয়নের লাইমপাশা ইউনিয়নের পশ্চিমপাড়ার বায়তুল-আমান জামে মসজিদে জুমার নামাজের নিলাম অনুষ্ঠিত হয়।
১ হাজার ৬শ টাকায় আমটি কিনেছেন লাইমপাশা ইউনিয়নের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।
মাসুম বিল্লাহ বলেন, মসজিদে দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়াও বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটা এত দামে কিনেছি।
মহল্লার মুসল্লি আক্তার হোসেন বলেন, মসজিদে দান করা সব কিছু জুমা নামাজের আগে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। আমের পাশাপাশি এক হালি ডিম ২০০ টাকায় বিক্রি হয়েছে। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।
জানা গেছে, প্রতি জুমায় কিছু না কিছু দানের জিনিসপত্র নিলামে বিক্রি করা হয়। আগের শুক্রবারের নিলামে একটি লেবু ৪০০ টাকায় বিক্রি হয়।