মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:২২:৩১

পুলিশের চোখে ধুলো দেয়ার চেষ্টা করেও গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

পুলিশের চোখে ধুলো দেয়ার চেষ্টা করেও গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট করে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে হাওর উপজেলার সদর ইউনিয়নে মধুরহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি কিশোরগঞ্জ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ লিখে ফেসবুকে পোস্ট করে পুলিশকে বিভ্রান্তের চেষ্টা করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।

গ্রেপ্তারের পর জানা যায়, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু পুলিশকে বিভ্রান্ত করতে ফেসবুকে পোস্ট দিলেও আসলে বাড়িতেই আত্মগোপনে ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি তিনি। এসব মামলা হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তার রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে