এমটিনিউজ২৪ ডেস্ক : কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক লিটার দুধ বিক্রি হয়েছে অবিশ্বাস্য ১৩ হাজার টাকায়। জুমার নামাজের আগে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক নিলামে কৃষকের দান করা সেই দুধ কিনে নেন স্থানীয় যুবক মনিরুজ্জামান দূর্জয়। পরে তিনি সেই দুধ গরিব মানুষের মাঝে বিলিয়ে দেন।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক কৃষক মসজিদের জন্য এক লিটার দুধ দান করেন। জুমার নামাজের আগে মসজিদ পরিচালনা কমিটি দুধটি নিলামে তোলে। প্রথমে একজন মুসল্লি ২০০ টাকা দর দেন। পরবর্তী ধাপে একে একে দর বাড়তে থাকে, এবং শেষ পর্যন্ত মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া ১২ হাজার টাকা পর্যন্ত দাম বলেন।
তবে ফ্রিল্যান্সার মনিরুজ্জামান দূর্জয় সেই দর ছাড়িয়ে ১৩ হাজার টাকায় দুধটি ক্রয় করেন।
তিনি বলেন, “আল্লাহর ঘর উন্নয়নে সহায়তার উদ্দেশ্যেই দুধটি কিনেছি। একজন সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারাটা আমার জন্য আনন্দের। এমন ভালো কাজে অংশ নিতে পেরে মনটা ভরে গেছে।”