সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৬:১৫

প্রান্ত হত্যার বিচারের দাবিতে ছাত্রদের ক্লাস বর্জন

প্রান্ত হত্যার বিচারের দাবিতে ছাত্রদের ক্লাস বর্জন

এ. এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ রবিবার দুপুরে স্কুল ছাত্র হোসাইন সাজ্জাদ প্রান্তর হত্যার বিচারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে  ছাত্ররা।

কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা ক্লাস বর্জন করে  কিশোরগঞ্জ - ময়মনসিংহ সড়কে ঘন্টা ব্যাপী অবস্থান করে।

 

এ কর্মসূচীতে প্রান্ত স্মৃতি সংসদের  সদস্য সচিব এস.এম. অকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রান্তর পিতা এনামুল হক, বড় বোন স্বর্নামনি, বড়ভাই শান্ত, কিশোরগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ  সাংবাদিক মনোয়ার হোসেন রনী । পরে  জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র হোসাইন সাজ্জাদ প্রান্ত গত ২ আগষ্ট রোববার রাত আনুমানিক ১১টার দিকে শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়েরে পাশে কিশোরগঞ্জ ঈশা খাঁ এক্্রপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়। প্রান্ত শহরের উকিলপাড়া এলাকার এনামুল হক মূসা মিয়ার ছেলে। প্রান্তর পরিবারের ধারণা প্রান্তকে কে বা কারা হত্যা করে চলন্ত ট্রেনের নিচে ফেলে দিয়েছে।

৮ জুলাই ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে