কিশোরগঞ্জ : ছেলের কাণ্ড, পিতাকে পিটিয়ে হত্যা করেছে তারই ছেলে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদীতে। টাকার দাবিতে পিতাকে জিম্মি করা হয়। পরে পিটিয়ে হত্যা করে ছেলে।
খবর পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে থানার ওসিসহ তিন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় ছেলে জনকে (৩২) আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কটিয়াদী পশ্চিমপাড়া গ্রামের ব্যবসায়ী এমদাদুল কবীর মানিকের কাছে মোটা অংকের টাকা দাবি আসছিল নেশাসক্ত ছেলে জন। টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে বুধবার ভোর ৫ টার দিকে তার নিজ ঘরে তালাবদ্ধ করে রাখে পিতাকে।
একপর্যায়ে লোহার রড দিয়ে বেদম পেটাতে থাকে তার পিতাকে। পিতার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলেও ছেলের বাধার মুখে কেউই রক্ষা করতে সাহস পাননি।
খবর পেয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মানিককে উদ্ধার করতে গেলে ছেলে জন বাধা দেয়। একপর্যায়ে পুলিশের ওপরও হামলা করে জন।
এতে ওসি সালম মিয়া, এসআই নজরুল ইসলাম ও এএসআই মঈনুদ্দিন আহত হন। পরে সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ মানিককে উদ্ধার এবং ছেলে জনকে আটক করে।
গুরুতর আহত এমদাদুল কবীর মানিককে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় নেয়ার পথে দুপুরে মৃত্যু হয় তার। কটিয়াদী থানার ওসি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত পুলিশ সদস্যদের কটিয়াদী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, তার ছেলে জন মাদকাসক্ত। তিনি কটিয়াদীর বেতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম