উবায়েদ রনি, কিশোরঞ্জ প্রতিনিধি: আগামীকাল রোববার বর্ষীয়ান রাজনীতিক, ভাষা সৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধানতম সহকর্মী হয়ে যে কয়েকজন কীর্তিমান পুরুষ স্বাধিকার, ভাষা আন্দোলন ও স্বাধীনতার আর মহান মুক্তিযুদ্ধে অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন, গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগ থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে জিল্লুর রহমান অন্যতম। একজন স্বেচ্ছাসেবক হয়ে রাজনৈতিক জীবন শুরু করে দীর্ঘ ৬২ বছরের রাজনৈতিক পথচলায় দেশের ১৯তম রাষ্ট্রপতি হয়েছিলেন জিল্লুর রহমান। তিনি ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এর আগে ভিন্ন ভিন্ন সময়ে তিনি ৫ মেয়াদে ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলের দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে ভৈরব পৌর শহরস্থ আওয়ামী লীগ কার্যালয়ে তার প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এছাড়া বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভৈরব পৌর মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এড. কামরুল আহসান শাহজাহান। অন্যান্য অতিথিদের মধ্যে থাকবেন জেলা পরিষদ প্রশাসক এড. মো. জিল্লুর রহমান, জেলা আওয়মাী লীগ সাধারণ সম্পাদক এড. এম.এ আফজাল, ভৈরব পৌরসভার মেয়র এড. ফখরুল আলম আক্কাছসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্মরণ সভায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মিসহ ভৈরববাসীকে থাকার আহ্বান জানিয়েছেন দলটির যুগ্ম সম্পাদক এস.এম বাকী বিল্লাহ। এছাড়াও তার নিজ বাড়িতে সকাল থেকে কোরআনখানিসহ ভৈরবের বিভিন্ন মসজিদে ও বিভিন্ন স্থানে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস /কেএস