বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৮:৪৭:০৯

মন্ত্রীদের বেশি বেশি অ্যাকশন চাই : ওবায়দুল কাদের

মন্ত্রীদের বেশি বেশি অ্যাকশন চাই : ওবায়দুল কাদের

উবায়েদ রনি, কিশোরগঞ্জ থেকে : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রীদের বেশি বেশি ভাষণ না দিয়ে বেশি বেশি অ্যাকশনে যাওয়া উচিত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ডাকবাংলো মাঠে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

দুপুরে কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মধ্যে অল-ওয়েদার মহাসড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি।  এ উপলক্ষে মিঠামইন উপজেলার ডাকবাংলো মাঠে এ সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে।  হাওরের তিন উপজেলার অল-ওয়েদার রোডের নির্মাণকাজও শেষ হবে ২০১৮ সালে।  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সঙ্গে এসব উপজেলার সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।

বর্তমানে হাওরে উন্নয়ন হচ্ছে।  এখানকার কাজ শেষ হলে এত সুন্দর রাস্তা ঢাকা শহরেও নেই বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, আমি এর আগে অষ্টগ্রামে এসে এখানকার পনির খেয়েছিলাম এবং সঙ্গে করে আবার নিয়েও গিয়েছিলাম।  এত ভালো পনির প্রশংসা না করে পারছি না।
২১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে