বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:০২:২৪

এবার শোলাকিয়া ঈদ জামাতে ইমামতি করবেন যিনি

এবার শোলাকিয়া ঈদ জামাতে ইমামতি করবেন যিনি

উবায়েদ রনি, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ দেশের বৃহত্তম ঈদগাহ ঐতিহাসিক শোলাকিয়া মাঠের ১৮৮ তম ঈদ জামাতের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও ঈদগাহ পরিচালনা কমিটি। শোলাকিয়া মাঠে এবার ঈদ-উল-আযহার ১৮৮তম জামাত অনুষ্ঠিত হবে। ১৮২৮ সালে শোলাকিয়ার ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত।  নিয়মিত ঈমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ পবিত্র হজ পালণ করতে যাওয়ায়  এ জামাতে ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান খান। ঈদগাহ মাঠ কমিটির সভাপতি জেলা প্রশাসক জি. এস. এম জাফরুল্লাহ জানান, সুষ্ঠভাবে মুসুল্লিগণ যেন জামাত আগায় করতে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 সকাল ৯ টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় জামাত অনুষ্ঠিত হবে। বিশাল এ মাঠে মোট ২৬৫ টি কাতার রয়েছে প্রতি কাতারে পাচঁ শতাধিক মুসুল্লি নামাজে অংশগ্রহণ করতে পারে।। বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার দরুন মাঠ ও মাঠ সংলগ্ন রাস্তার পানি জমেছে। কর্তৃপক্ষ পানি সরানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছে।

ঈদ-উল-আযহার দিন শোলাকিয়া ঈদ জামাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক মুসুল্লিদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ ট্রেন ভোর ৬টায় ভৈরব থেকে ও ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের শোলাকিয়ার মাঠের উদ্দেশে ছেড়ে আসবে।

অন্য বারের মতো এবারও জেলা প্রশাসনের উদ্যেগে এস.ভি সরকারী বালিকা বিদ্যালয়ে  সকাল ৯টায় মহিলাদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

শহরের অন্যতম বৃহত্তম দৃষ্টিনন্দন মসজিদ পাগলা মসজিদে ইদ জামাত সকাল সাড়ে ৮ টায়, শহিদী মসজিদে সকাল ৮ টায়, পুরাতন কাচারী জামে মসজিদ, আখড়া বাজার জামে মসজিদ ও নূর মসজিদে সকাল ৮ টায় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  
 ২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে