কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরে গাভীর দুধে আগুন। অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় দুধ কেনা দায়।
প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকা ধরে। গত ২ দিন আগেও ছিল ৭০-৮০ টাকা লিটার। ২৬ জুন রোববার উপজেলার বাকচান্দা বাজার, বোর্ডের বাজার, সুরাটি বাজারসহ বেশ কয়েকটি বাজারে এমন দেখা গেছে।
দুধ বিক্রেতার তুলনায় মিষ্টি দোকানের পাইকার বেশি। ঈদে মিষ্টি তৈরির জন্য অগ্রিম দুধ সংগ্রহ করায় হঠাৎ দুধের দাম অস্বাভাবিক বেড়ে গেছে।
পাইকাররা জানান, ঈদের আগে প্রতিবারই স্থানীয় বাজারগুলোতে দুধের সংকট দেখা দেয়। এতে দুধের দাম বেড়ে যায়। এতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে।
২৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম