কিশোরগঞ্জ : দেশের সর্ববৃহৎ ঈদের জামায়াত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশ পথে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে টহলরত পুলিশের ওপর হাতবোমা বিস্ফোরণ করেছে একদল দুর্বৃত্ত। এতে এক পুলিশ সদস্য নিহত ও আটজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যদের অবস্থা গুরুতর। তাদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় শোলাকিয়ায় ঈদ জামাতের আগে আজিমুদ্দিন স্কুলের পাশে টহল দিচ্ছিল একদল পুলিশ। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা হাতবোমা মেরে পালিয়ে যায়।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়াও কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদরদপ্তর ) ওবায়দুল হাসান বলেন, “ককটেল জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এখনও সব কিছু স্পষ্ট নয়।”
গতকাল বুধবারই কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানিয়েছিলেন, মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে। মাঠের ভেতরে ও বাইরে ৪৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঈদগাহে প্রবেশের বিভিন্ন পথে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের দেহ তল্লাশি করা হবে। আর জামাত শুরুর আগে পুরো মাঠ মেটাল ডিটেক্টর দিয়ে সুইপিং করা হবে।
এ মাসের শুরুতেই রাজধানীর গুলশানে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ঈদের জামাত নিয়ে বাড়তি সতর্কতা ছিল। ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ করা হয়।
৬ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর