বৃহস্পতিবার, ০৭ জুলাই, ২০১৬, ১০:৪৮:২০

শোলাকিয়ায় পুলিশ-সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছে, দুই জন নিহত

শোলাকিয়ায় পুলিশ-সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছে, দুই জন নিহত

কিশোরগঞ্জ: দেশের বৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। বরাবরের মত এবারও মানুষের ঢল নামে এই ঈদগাহ ময়দানে। সর্বশেষ রিপোর্টে পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি চলছে। কনস্টেবল জহিরুল নামের একজন পুলিশ ও ঘটনাস্থলে আর একজন সন্ত্রাসী নিহত হয়েছেন। এখন পর্যন্ত সন্ত্রাসীর পরিচয় জানা যায়নি।

কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশে বিস্ফোরণের ঘটণা ঘটে। এর পরে শুরু হয় সংঘর্ষ। বিপুল সংখ্যেক পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে।  

ঘটনার জেড়ে মুসল্লিদের মধ্যে নেমে আসে আতঙ্ক। ঘটনায় আরও ১০ পুলিশ আহত হয়েছে বলে জানা যায়। শোলাকিয়া মাঠ-সংলগ্ন আজিমুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে ঈদের জামাতের আগে এই ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যদের অবস্থা গুরুতর। তাদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় শোলাকিয়ায় ঈদ জামাতের আগে আজিমুদ্দিন স্কুলের পাশে টহল দিচ্ছিল একদল পুলিশ। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা হাতবোমা মেরে পালিয়ে যায়।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়াও কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদরদপ্তর ) ওবায়দুল হাসান বলেন, “ককটেল জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এখনও সব কিছু স্পষ্ট নয়।”

৭ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে