নিউজ ডেস্ক: বাংলাদেশের কিশোরগঞ্জের শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদের জামাতের পাশে বিস্ফোরণ ও গুলির ঘটনার পর ঐ এলাকা ঘিরে রেখেছে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা।
শোলাকিয়া মাঠের কাছেই বাড়ী মাহামুদুর রহমান ভূঁইয়ার।
সকাল সাড়ে আটটার দিকে ঈদের নামাজ পড়ার জন্য তিনি যাচ্ছিলেন ঈদগাহের দিকে। নামাজ শুরুর আগে পুলিশের যে চেকপোষ্ট বসেছিল সেখানে হামলার ঘটনা ঘটে বলে মি. ভুঁইয়া উল্লেখ করছিলেন।
তিনি বলছিলেন “ তিন রাস্তার মাঝখানে হঠাৎ করে পুলিশের ওপর হামলা হয়। গোলাগুলি শুরু করছে, বোমা ফুটাইছে এক পর্যায়ে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গেছে” ।
মি ভুঁইয়া বলছিলেন তিনি প্রথম দুইজনকে দেখেছেন পুলিশের ওপর হামলা করতে।
“প্রথমে দুইজন ছিল, সাথে হয়ত আরো লোক ছিল। কিন্তু দৌড়াদৌড়ি লেগে গেছে পরে বোঝা যায় নি তারা কত জন। তারা সাদা রংএর পাঞ্জাবি পড়েছিল বয়স আনুমানিক ১৮ থেকে ২০ এর মধ্যে হবে” হামলাকারীদের বর্ণনা দিচ্ছিলেন এভাবে তিনি।
শেষ খবর পা্ওয়া পর্যন্ত পুলিশের অভিযান চলছে। বাড়ি বাড়ি তল্লাশী চলছে।
কাওকে ঘর থেকে বের হতে দিচ্ছে না বা কেও তাদের নিজ বাড়ীতে ফিরতে পারছেন না বলে জানাচ্ছেন সেখানকার কয়েকজন বাসিন্দা।
এদিকে পুলিশ বলছে এই ঘটনায় দুইজন নিহত হয়েছে। তার মধ্যে একজন পুলিশের সদস্য রয়েছে।-বিবিসি
৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস