কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকার আশপাশে কমান্ডো অভিযানে নেমেছে ঢাকা থেকে আসা র্যাবের কমান্ডো টিম।
বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে কমান্ডো টিমটি ঢাকা থেকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের শোলাকিয়ায় অবতরণ করে।
তাদের সঙ্গে র্যাবের বোমা ডিস্পোজাল টিমটিও অভিযানে যোগ দিয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য এলাকাটি ঘিরে রেখেছেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে শোলাকিয়া মাঠের অদূরে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের মোড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর বোমা হামলা চালায় সন্ত্রাসীরা।
এসময় সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণ ও চাপাতির আঘাতে দুই পুলিশ সদস্যসহ নিহত হন চারজন। আহত হয়েছেন প্রায় ১৫ জন।
তাদের বেশির ভাগই পুলিশ সদস্য। এ সময় পুলিশের গুলিতে ঝর্ণা ভৌমিক নামে এক নারী ও এক অজ্ঞাতনামা এক সন্ত্রাসী নিহত হন। হামলাকারীদের বয়স ২৫ থেকে ৩০ বছর বলে জানা গেছে। তাদের কেউ কাউকে চিনেন না।
৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম