কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে জঙ্গিদের বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও স্থানীয় বাসিন্দাসহ আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন আহতদের সংখ্যা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার জঙ্গিদের হামলায় আহতরা হলেন হোসেনপুর উপজেলার হুগলাকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে হৃদয় (১৮), শহরের হারুয়া এলাকায় মাহতাব উদ্দিনের ছেলে মোতাহার (২২), টেংরা বাজারের অটোরিকশাচালক আবদুর রহিম (৪০)।
অন্যদিকে পুলিশ সদস্যদের মধ্যে আহতরা হলেন উপ-পরিদর্শক নয়ন মিয়া (৩০), কনস্টেবল জুয়েল (৩৫), রফিকুল (৩০), তুষার আহম্মদ (৩০), প্রশান্ত (৩২), মতিউর (৩২) ও এমদাদুল হক (২৫)।
তারা বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকালই তাদের একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।
বাকিদের মধ্যে দুজন পুলিশ সদস্য ও একজন পথচারী রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে জড়িতদের ধরতে সারারাত সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল ও আশপাশ এলাকায় থেকে আরো ৪ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। শোলাকিয়ার হামলাস্থলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলার সময় গুলিতে নিহত ঝর্ণা রানী ভৌমিকের বাড়িতেও মোতায়েন করা হয়েছে পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের আধা কিলোমিটারের মধ্যে বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হন।
নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার নাম ঝর্ণা রানী ভৌমিক। অপরজন হামলাকারী বলে জানিয়েছে পুলিশ।
৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম