কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে পুলিশ ও হামলাকারীদের গোলাগুলির মধ্যে নিহত সন্দেহভাজন যুবক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি চার মাস ধরে নিখোঁজ ছিল বলে জানিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান শুক্রবার বিকেলে গণমাধ্যমকে বলেন, নিহত হামলাকারীর পরিচয় জানতে পেরেছি। তার নাম আবীর রহমান। তার বাবার নাম সিরাজুল ইসলাম। সে নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র ছিল। গত আট মাস ধরেই সে নিখোঁজ ছিল।
আবিরের পরিচিতজনরা গণমাধ্যমে প্রকাশিত ছবি ও প্রচারকৃত ভিডিওতে তার ছবি দেখে তাকে সনাক্ত করেন।
আবির ২০১০ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল থেকে এ লেভেল পাস করেন। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছিলেন তিনি।
শোলাকিয়ার ওই হামলায় সাত থেকে আটজন তরুণ অংশগ্রহণ করে, যাদের সবারই বয়স ২০-৩০ এর কোঠায়।
এদিকে পুলিশ জানিয়েছে, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টেরেন্টে হামলার সঙ্গে শোলাকিয়ায় জঙ্গি হামলার যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, নামাজ চলাকালে ময়দানে গ্রেনেড হামলার লক্ষ্য নিয়েই জঙ্গিরা শোলাকিয়া ঈদগাহে ঢোকার চেষ্টা করছিল। মওলানা ফরিদউদ্দিন মাসুদও জানিয়েছেন, তাদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল।
ঐতিহাসিক শোলাকিয়ায় ১৮৯তম ঈদুল ফিতরের জামাত শুরুর আগে প্রবেশ পথের চেকপোষ্টে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা।
ওই হামলায় ২ পুলিশ ১ জঙ্গিসহ ৪ জন নিহত হয়। আহত হয় ১৬ জন। ঘটনার পর পরই ওই স্থান থেকেই পুলিশ ২ জঙ্গিকে আটক করে। পরে আরো কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, তারা খুবই শক্ত, কেউ কথা বলতে চায় না। মনে হচ্ছে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। দেশে অরাজকতা সৃষ্টি করা, অস্থিতিশীলতা সৃষ্টি করার মাধ্যমে রাজনৈতিক স্বার্থ হাসিল করা। প্রত্যেকটা উদ্দেশ্য একই।
গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া মাদ্রাসা ছাত্র শফিকুল ইসলাম ওরফে আবু মোকাদ্দেলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে শোলাকিয়ায় ঈদের জামাতের আগে পুলিশের ওপর হামলার সময় গুলি ও চাপাতির পাশাপাশি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসও (আইইডি) ব্যবহার করেছে জঙ্গিরা।
এ কথা জানিয়েছেন র্যাবের কর্মকর্তারা। তারা জানান, এই ডিভাইস গত শুক্রবার রাজধানীর গুলশান হামলায়ও ব্যবহার করেছিল জঙ্গিরা।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পরপরই ঢাকা থেকে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানান, হামলায় জঙ্গিরা চাপাতি ও গুলির পাশাপাশি হাতে তৈরি এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন আইইডি ব্যবহার করে, যা এর আগেও বিভিন্নস্থানে ব্যবহার করেছিল তারা।
অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে সেনাসদর জানিয়েছিল, গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার সময় আইইডি ব্যবহার করেছিল জঙ্গিরা। গত বছর রাজধানীর ইমামবাড়ায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের পূর্ব মুহূর্তে হাতে তৈরি গ্রেনেড ব্যবহার করেছিল জঙ্গিরা।
র্যাব-১৪-এর মেজর সাইফুল সাজ্জাদ জানান, শোলাকিয়ার ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় আটক শাফিউলের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে। স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র সে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে সে জানিয়েছে, ওস্তাদের নির্দেশে অ্যাসাইনমেন্ট নিয়ে দিনাজপুর থেকে শোলাকিয়ায় আসে। সেই অ্যাসাইনমেন্ট কি ছিল তা এখনো জানা যায়নি। এ কথাও সে বলেছে, তার সঙ্গে থাকা অন্য জঙ্গিদের আগে থেকে চিনত না।
জঙ্গিদের সেই ওস্তাদের সন্ধানে মাঠে নেমেছে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে জঙ্গিদের বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও স্থানীয় বাসিন্দাসহ আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। মারা গেছে পুলিশসহ চারজন।
শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন আহতদের সংখ্যা নিশ্চিত করেন।
৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম