কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের নিকলীতে মাছ ধরার অবৈধ জাল জব্দ করে ব্যবহারকারীদের কারাদণ্ড দেয়ায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনা ঘটেছে।
হামলায় এ সময় ইউএনও এবং ওসিসহ আদালতের সাত সদস্য আহত হন।
এ ঘটনা ঘটে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিকলীর রোদার পুড্ডা গ্রামের পেছনের খাল এলাকায়।
নিকলী থানার ওসি মুঈদ চৌধুরী গণমাধ্যমকে জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে অভিযানের সময় ওই খাল এলাকায় অবৈধ কারেন্ট ও বেরজালসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের এক বছর করে কারাদণ্ড প্রদান করলে হামলার ঘটনা ঘটে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম ও তিনি (ওসি) নিজেসহ ৭জন আহত হন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
২৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম