কুমিল্লা থেকে : কুমিল্লার কোটবাড়ী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বাড়িটিতে প্রচুর বিস্ফোরকসহ একজন জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার অ্যাডিশনাল পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন।
বুধবার বিকালে তানভীর সালেহীন বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল কোটবাড়ীর একটি বাড়িতে এক জঙ্গি অবস্থান করছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী তার কাছে প্রচুর বিস্ফোরক রয়েছে। আমাদের স্পেশাল টিমকে বার্তা পাঠানো হয়েছে। তারা আসলেই অভিযান চালানো হবে।’
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, কুমিল্লার কোটবাড়ী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালাতে গেলে সেখানে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজনও সেখানে যাচ্ছে বলে জানান তিনি।
মৌলভীবাজারে দুটি বাড়িতেও জঙ্গি আস্তানা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বুধবার সকাল থেকেই মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও নাসিরপুর গ্রামে বাড়ি দুটি ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।
২৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস