 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
কুমিল্লা থেকে: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিতে এসে ব্যালটে ধানের শীষে সিল মেরে তা গণমাধ্যমকর্মীদের দেখালেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ১৩ নম্বর ওয়ার্ডের হোচ্ছা মিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন সাক্কু। সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের ৫ নম্বর বুথে ব্যালটে সিল মারেন তিনি। এরপর তা উপস্থিত গণমাধ্যমকর্মীদের দিকে উচু করে দেখান।
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে তা গণমাধ্যম কর্মীদের সামনে উচু করে ধরেন। তখন তার বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।
নিজের ভোট দেওয়ার পর মনিরুল হক সাক্কু অভিযোগ করে বলেন, ‘সরকার দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারছে। এমনকি তারা আমার এজেন্টদের কেন্দ্রের বাইরে বের করে দিচ্ছে।
৩০ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস