বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭, ০৭:৫১:০৫

কুমিল্লায় আ.লীগ প্রার্থী সীমার পিএস গ্রেফতার

কুমিল্লায় আ.লীগ প্রার্থী সীমার পিএস গ্রেফতার

কুমিল্লা থেকে : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুদুর রহমান বাবুকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের কারাদণ্ড দেন। রিটার্নিং কর্মকর্তা কাজী রকিবউদ্দিন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লার মডার্ন হাইস্কুল ভোটকেন্দ্রে  বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে ভোটগ্রহণ শেষের আধাঘণ্টা আগে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মডার্ন হাইস্কুলের ওই ভোটকেন্দ্রে জালভোট দিচ্ছিলেন নৌকার প্রার্থী সীমার সহকারী মাসুদুর রহমান বাবু। এসময় ঢাকা থেকে আসা বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির ফটো সাংবাদিক জালভোট দেওয়ার ছবি তুলতে গেলে তার সঙ্গে বাবুর কথা কাটাকাটি হয়।

কেন্দ্রে দায়িত্বরত মোবাইল কোর্ট বাবুর সঙ্গে কথা বলতে গেলে ম্যাজিস্ট্রেটের সঙ্গেও তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের কারাদণ্ড দেন।

রিটার্নিং কর্মকর্তা কাজী রকিবউদ্দিন মণ্ডল বলেন, ‘ভোটকেন্দ্রে কোনও একটি ঝামেলার কারণে বাবুকে গ্রেফতার করা হয়। পরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

৩০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে