শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:০০:৫২

এইমাত্র পাওয়া: তুমুল সংঘর্ষ বিএনপি-জামায়াতের মধ্যে

এইমাত্র পাওয়া: তুমুল সংঘর্ষ বিএনপি-জামায়াতের মধ্যে

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুপক্ষের আহতরা হলেন- উপজেলা বিএনপির সহসভাপতি সোলায়মান চৌধুরী, গাড়িচালক মামুন, হাটবাইর গ্রামের মৃত মফিজুর রহমান খাঁনের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান, মিজানের মা আমেনা বেগম, বোন নাজমা ও নার্গিস, উপজেলা বিএনপির সদস্য মীর আহমেদ মীরু, আব্দুল হক খান, মনির চৌধুরী, ইয়াকুব আলী, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবির দক্ষিণের সভাপতি রিফাত সানি, বিজয় করা গ্রামের রবিউল হোসেন রকি, নোয়াগ্রামের জাকারিয়া রাসেল, পায়েরখোলা গ্রামের মিলন।

হামলায় আহত উপজেলা বিএনপির সহসভাপতি সোলেমান চৌধুরী বলেন, আমি জগন্নাথদিঘী ইউনিয়নের বেতিয়ারা গ্রামে নির্বাচনী সভা করছিলাম। তখন খবর পাই পাশের হাটবাইর গ্রামে স্বেচ্ছাসেবক দল নেতা মিজানের বাড়িতে ৫০/৬০ জন জামায়াতের লোকজন হামলা করে। তাৎক্ষণিক আমি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সেক্রেটারিকে নিয়ে মিজানের বাড়ির উদ্দেশে যাওয়ার পথে স্থানীয় চৌধুরী বাজার পৌঁছালে জামায়াতের সংঘবদ্ধ দল আমাদের উপর হামলা চালায়। এ সময় আমার গাড়ি ভাঙচুর চালায়। চালকের কারণে কোনোরকমে প্রাণে বেঁচে আসি।

‎আহত চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবির দক্ষিণের সভাপতি রিফাতুল ইসলাম সানি বলেন, আমরা চৌদ্দগ্রাম থেকে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা শেষে হাটবাইর গ্রাম হয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা গুলি ও দেশীয় অস্ত্রসহ আমাদের উপর হামলা চালায়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, আমাদের নেতাকর্মীরা আমিরে জামায়াতের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে বিএনপির মিজান খান, গাজী ইয়াছিন ও মোবারক চৌধুরীর নেতৃত্বে আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমাদের অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

‎চৌদ্দগ্রাম থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত থানা পুলিশের একটি টিম ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে