মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯, ০৪:২৩:২৩

মানববন্ধনেও ‘মা কই, মা কই’ বলে কেঁদেছে তুবা

মানববন্ধনেও ‘মা কই, মা কই’ বলে কেঁদেছে তুবা

নিউজ ডেস্ক : চার বছর বয়সের তাসমিন তুবা ছলছলে চোখে তাকিয়ে মায়ের অপেক্ষায়; মা ড্রেস নিয়ে আসবে, ভাত খাওয়াবে। সে এখনও বুঝে উঠতে পারেনি তার মা যে আর আসবে না। চিরতরে তাকে ছেড়ে চলে গেছে পরপারে। আজ মঙ্গলবারও মা তাসিলমা বেগম রেনু হ.ত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তায় মানববন্ধনে অনেক মানুষের ভিড়ে কেঁদে কেঁদে সে মাকে খুঁজেছে। 

ঢাকার বাড্ডায় গণপিটু.নিতে নিহত রেনুর হ.ত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে এলাকাবাসী। সর্বস্তরের মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। এসময় মানববন্ধনেও ‘মা কই, মা কই’ বলে কেঁদেছে তুবা। অবুঝ শিশুকে কে বোঝাবে- সে যে মাকে ফিরে পেতে এখনো কেঁদে চলেছে; তার হ.ত্যার বিচারের দাবিতেই সে রাস্তায় দাঁড়িয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে