সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ০৬:৫২:০৭

নববর্ষে ভিন্ন আয়োজন, ১০ হাঁস ধরতে ৪০ প্রতিযোগী

নববর্ষে ভিন্ন আয়োজন, ১০ হাঁস ধরতে ৪০ প্রতিযোগী

এমটিনিউজ২৪ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে বাংলা নববর্ষ উদযাপন করতে ভিন্ন আয়োজনে মেতে উঠেছে মানুষজন। উপজেলা প্রশাসনের আয়োজনে পুকুরের পানিতে সাঁতরে হাঁস ধরা প্রতিযোগিতা ছিল উৎসবমুখর। এ প্রতিযোগিতা দেখতে পুকুরের চারপাশে উৎসুক জনতা ভিড় জমায়।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ পুকুরে এ আয়োজন করা হয়। ১০টি হাঁস ধরতে প্রতিযোগিতায় নামেন ৪০ জন যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ।

এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, রায়পুর আর্ট স্কুলের প্রধান শিক্ষক শংকর মজুমদারসহ অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া ব্যক্তিরা পুকুরের দক্ষিণ পাশে ছিলেন। উত্তর পাশ থেকে হাঁসগুলো পুকুরের পানিতে ছেড়ে দেওয়া হয়। পরে প্রতিযোগীরা সাঁতরে হাঁসগুলো ধরতে পুকুরে নেমে পড়েন।

স্কুলশিক্ষক শংকর মজুমদার বলেন, পহেলা বৈশাখে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য হাঁস খেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এ আয়োজনে ব্যাপক আনন্দ দেখা গেছে সবার মাঝে। উপস্থিত সবাইকে অতীতের কথা মনে করে দিয়েছে।

রায়পুর ইউএনও ইমরান খান বলেন, নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে