শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬, ০২:০৪:০৭

৪০ মিনিটে পদ্মা পাড়ি: নৌমন্ত্রী

৪০ মিনিটে পদ্মা পাড়ি: নৌমন্ত্রী

মাদারীপুর : ৪০ মিনিটেই পদ্মা নদী পাড়ি দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, কাওড়াকান্দি ফেরিঘাটটি শিগগিরই স্থানান্তর করা হচ্ছে কাঁঠালবাড়ি ফেরিঘাটে। এতে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-পথের ১৩ কিলোমিটারের দূরুত্বের ৬ কিলোমিটার কমে যাবে।

শুক্রবার সকালে মাদারীপুরে লেকেরপাড়ে আচমত আলী খান ফাউন্ডেশনের উদ্যেগে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের আন্তর্জাতিক মানের ৬দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা শিবির উদ্ধোধন শেষে তিনি এ কথা বলেন।

এসময় নৌ-পরবিহন মন্ত্রী আরো বলেন, কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে নাব্যতা সঙ্কটের কারণে প্রতিনিয়ত ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। এছাড়া যেখানে নাব্যতা সঙ্কটে ফেরি আটকে যাচ্ছে, সেই রুটগুলোকেও শিগগিরই কেটে ফেলা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কুইং ও ট্রেড অ্যাটাচে ইয়াং চুন জিং। এছাড়া দেশি বিদেশি ৩১ সদস্য দলের বিশেষ মেডিকেল টিম সেখানে উপস্থিত ছিলেন।

এসময় ওবায়দুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজ উদ্দিন খান ও পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ অন্যরা।
২৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে