মঙ্গলবার, ১১ মে, ২০২১, ০১:১৩:১২

এবার ফেরি আছে যাত্রী নেই!

এবার ফেরি আছে যাত্রী নেই!

মাদারীপুর: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের ফেরিতে আজ ঘরমুখো যাত্রীদের চাপ নেই। যাত্রী ও পরিবহনের জন্য অপেক্ষা করছে ফেরিগুলো। দীর্ঘসময় বাংলাবাজার ঘাটে অপেক্ষা করে পরিবহন লোড করে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

এই নৌরুটে গত কয়েকদিন ধরে ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে ছিল হাজার হাজার যাত্রী আর শত শত পণ্যবাহী ট্রাক। তবে সোমবার (১০ মে) বিকেল থেকে সবগুলো ফেরি চলাচল শুরু হওয়ায় মঙ্গলবার (১১ মে) দেখা গেছে ভিন্ন চিত্র।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরি ঘাট ও পন্টুন ছিল একেবারেই যাত্রীশূন্য। অনেক সময় দেখা যাচ্ছে ফেরিগুলো বাংলাবাজার ঘাটে যাত্রী ও পরিবহন নামিয়ে শিমুলিয়ার উদ্দেশে আবার খালি ফিরে যাচ্ছে।

এদিকে, ঘাটের ভেতরে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান গাড়ি ঢুকতে দেয়া হচ্ছে না। এতে ফেরি থেকে নেমে আধা কিলোমিটার হেঁটে পরিবহনে উঠতে হচ্ছে যাত্রীদের। একইভাবে গাড়ি থেকে নেমে ঘাটে যেতে হচ্ছে শিমুলিয়ামুখী যাত্রীদের।

বাংলাবাজার ঘাটের বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, শিমুলিয়া থেকে দ্রুত যাত্রী ও পরিবহন বোঝাই ফেরি আসার কারণে বাংলাবাজারের সবগুলো ঘাট প্রস্তুত রাখা হচ্ছে। এ রুটে ১৬টি ফেরি এখন চলাচল করছে। এদিকে লঞ্চ ও স্পিডবোট পুরোপুরি বন্ধ থাকার কারণে শুধুমাত্র ফেরিই এখন ভরসা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে